মানিকগঞ্জে সাংবাদিক পরিচয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, নারীসহ গ্রেপ্তার ৫

Posted on November 11, 2025

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিসকক্ষ থেকে টাকাসহ ব্যাগ চুরির ঘটনায় কথিত পাঁচ সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, হারুন অর রশিদ, বজলুর রহমান, শামীম হোসেন ও সাইফুল ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ মোট নয়জন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষে প্রবেশ করেন। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তারা তার সঙ্গে কথা বলেন এবং মৌসুমী ও হারুন একটি ভিজিটিং কার্ডও দেন। কিছুক্ষণ পর তারা কক্ষ ত্যাগ করলে দেখা যায়, তত্ত্বাবধায়কের ব্যবহৃত ব্যাগটি নিখোঁজ। ব্যাগে প্রায় ৪০ হাজার টাকা, বাড়ি ও অফিসের চাবি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সাদা শার্ট পরা শামীম হোসেন কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছেন।

ডা. বাহাউদ্দিন জানান, ঘটনার পর তিনি অভিযুক্তদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে তারা প্রথমে বিষয়টি “দেখা হচ্ছে” বলে জানান। পরে পুনরায় ফোন করলে জানানো হয়, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, কেউ গিয়ে সংগ্রহ করতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”