আইসিএমএবিতে আন্তর্জাতিক হিসাববিদ দিবস উদযাপিত

Posted on November 11, 2025

কর্পোরেট ডেস্ক: দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে আন্তর্জাতিক হিসাববিদ দিবস ২০২৫। প্রতি বছর বিশ্বব্যাপী ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিদ দিবস পালিত হয়।

দিনটি উপলক্ষে আইসিএমএবির নীলক্ষেতস্থ প্রধান কার্যালয় থেকে বিকেল ৪টায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। র‍্যালিটি কাটাবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ শেষে ইনস্টিটিউট প্রাঙ্গণে ফিরে আসে। এতে আইসিএমএবির কাউন্সিল সদস্য, ফেলো ও এসোসিয়েট সদস্য, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন আইসিএমএবি-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ কাউসার আলম এফসিএমএ, কাউন্সিল সদস্য মোঃ আখতারুজ্জামান এফসিএমএ, কাউন্সিল সদস্য এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান এস এম শাওন মাহমুদ এফসিএমএ, ভাইস চেয়ারম্যান জিল্লুর রহমান এফসিএমএ, ট্রেজারার মোঃ জসিম উদ্দিন এফসিএমএ এবং আইসিএমএবি-এর নির্বাহী পরিচালক মোঃ মাহবুব উল আলম এফসিএমএ সহ শিক্ষক, শিক্ষার্থী এবং ইনস্টিটিউটের সদস্যরা।