গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হলেন মোকসুদুজ্জামান

Posted on November 10, 2025

কর্পোরেট ডেস্ক: পাঁচ ব্যাংক একীভূতকরণের অংশ হিসেবে গত বুধবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশাসকের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ মোকসুদুজ্জামান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট থেকে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্সেস ডিগ্রী লাভ করেন।

মোঃ মোকসুদুজ্জামান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।