৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন

Posted on November 9, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকার ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে (প্যাকেজ-৩ এর আওতায়) এই চাল ক্রয় করা হবে।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদের ৪৪তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপিত এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নযোগ্য এ প্রস্তাবের আওতায় ভারতের মধ্যপ্রদেশের গুরুদেও এক্সপোর্টস করপোরেশন প্রাইভেট লিমিটেড থেকে এ চাল ক্রয় করার অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, এই চাল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ২১৭.৬৮ কোটি ৯৩ হাজার ১১৭ টাকা, এতে প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৬.৭৮ মার্কিন ডলার।