![]() |

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের পদ্মার শাখা নদীতে আতঙ্ক ছড়ানো কুমিরটি অবশেষে ধরা পড়েছে স্থানীয়দের তৈরি ফাঁদে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে কুমিরটিকে আটক করা হয়।
হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “স্থানীয় কয়েকজন যুবক বুদ্ধি খাটিয়ে দড়ির ফাঁদ পেতে কুমিরটিকে ধরেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রাণীটিকে নিরাপদে রাখার ব্যবস্থা নিই।”
স্থানীয় যুবক রাহাত, অন্তর, রাকিব, আল আমিন, সুরুজ ও শাহিনসহ কয়েকজন তরুণ কুমির ধরার কাজে অংশ নেন। তারা জানান, প্রায় এক মাস আগে হাটিপাড়া ইউনিয়নের চরবংখুড়ি ও হরিরামপুর উপজেলার বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি, তন্ত্রখোলা ও হারুকান্দি এলাকায় কুমিরটিকে একাধিকবার দেখা গিয়েছিল। এতে নদীপাড়ের মানুষ আতঙ্কে নদীতে নামা বন্ধ করে দেয়।
তরুণরা জানান, শুক্রবার সকাল থেকে তারা কুমিরটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কুমিরটি নদীর উপরে ভেসে উঠলে পরিকল্পিতভাবে পাতা ফাঁদে সেটি আটকা পড়ে। স্থানীয়রা জানান, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।
বনকর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “ঢাকা থেকে একটি উদ্ধারকারী দল রওনা দিয়েছে। তারা কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে যাবে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপযুক্ত স্থানে সেটিকে অবমুক্ত করা হবে।”
স্থানীয়দের সাহসিকতায় অবশেষে এলাকাবাসীর আতঙ্কের অবসান ঘটল — পদ্মার শাখা নদীর মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মানিকগঞ্জে পদ্মার শাখা নদীতে স্থানীয়দের কৌশলে ধরা পড়ল কুমির! https://corporatesangbad.com/526299/ |