রায়গঞ্জে ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

Posted on November 8, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. রতন আলীর ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে টাকা গ্রহণের ওই দৃশ্য ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, রাস্তায় মোটরসাইকেল থামিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন ওই কর্মকর্তা।

স্থানীয়দের অভিযোগ, নামজারি, খারিজ, দলিল যাচাইসহ ভূমি অফিসের অধিকাংশ কাজেই ঘুষ ছাড়া ফাইল অগ্রসর হয় না। এ ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

অভিযুক্ত কর্মকর্তা ভিডিওটির সত্যতা স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে ভিডিওটি ধারণ করেছেন এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন।

রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।