![]() |

স্পোর্টস ডেস্ক: জাতীয় নারী দলের পেসার জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন এখন তোলপাড়। জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন সাবেক এই অধিনায়ক।
বিষয়টি নিয়ে সরব হয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজার পর এবার কথা বলেছেন মুশফিকুর রহিম। জাহানারার অভিযোগ প্রমাণিত হলে দোষীদের যথাযথ শাস্তি দাবি করেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মুশফিক লিখেছেন, সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।
তিনি আরও বলেন, যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।
জাহানারা যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া ইউটিউব সাক্ষাৎকারে। তার দাবি, বিসিবির কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি। এই অভিযোগ খতিয়ে দেখতে পরশুই একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে বিসিবি। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম, প্রয়াত কর্মকর্তা তৌহিদ মাহমুদ, এবং আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।
জাহানারা দাবি করেন, বিশ্বকাপের সময় এবং দলীয় ক্যাম্পে তাকে শারীরিকভাবে স্পর্শ করা এবং অশালীন মন্তব্য করা হতো। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলছেন এবং সেখান থেকেই অভিযোগগুলো প্রকাশ্যে আনেন।
দেশজুড়ে এ ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারের সরব অবস্থান বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| জাহানারা ইস্যুতে যা বললেন মুশফিকুর রহিম https://corporatesangbad.com/526280/ |