ডরিন পাওয়ারের পর্ষদ সভা ১২ নভেম্বর

Posted on November 6, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন্স এন্ড সিস্টেম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-২৫ থেকে সেপ্টেম্বর-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮১ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ৩.৫৬ টাকা, ২০২২ সাল ছিল ১০.৩১ টাকা, ২০২১ সালে ছিল ৮.০৯ টাকা ও ২০২০ সালে ছিল ৬.০৮ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৪৯.৫৭ টাকা যা ২০২৩ সালে ছিল ৫০.৪৭ টাকা, ২০২২ সালে ৫৩.১৫ ছিল টাকা, ২০২১ সালে ছিল ৪৮.৪১ টাকা ও ২০২০ সালে ছিল ৪৪.৬৮ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে ১১ শতাংশ নগদ, ২০২২ সালে ১৮ শতাংশ নগদ ও ১২ শতাংশ স্টক ২০২১ সালে ১৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ স্টক এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৬ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৮১ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৮ কোটি ১১ লাখ ১৮ হাজার ৯০১।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ অক্টােবর, ২০২৫ ইং তারিখে সরকারী বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬৬.৬১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৮.২৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৫.১৩ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ২০ টাকা থেকে ৩৩.৮ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৫.৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৫.৩ টাকা। ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।