বাংলাদেশ ব্যাংক কর্তৃক সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসক টিম নিয়োগ

Posted on November 6, 2025

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসক হিসেবে বুধবার (৫ নভেম্বর) দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সালাহ উদ্দীন। তাঁর সাথে সহযোগী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্মপরিচালক রওশন আক্তার।

ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ তথা সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা অটুট রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্র্তৃক সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতদুদ্দেশ্যে ৫টি ব্যাংককে একীভূত করে দেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-তে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মোঃ সালাহ উদ্দীন এবং তাঁর সহযোগী হিসেবে নিয়োগকৃত কর্মকর্তাগণ দেশের ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব। তাঁরা এর আগে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সফল।

প্রশাসকের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকের সকল সূচকের উন্নয়ন সহ আমানতকারী ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষার উদ্যোগ নেয়া হবে। এ লক্ষে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।