![]() |

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১২ কোটি ৫৯ লক্ষ ৬৪ হাজার ১৯৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫৩ কোটি ৫৭ লক্ষ ৭৪ হাজার ৬৩৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪১.৯৪ পয়েন্ট কমে ৫০১৯.০৭ ডিএস-৩০ মূল্য সূচক ১৪.৭৪ পয়েন্ট কমে ১৯৪৬.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৯০ পয়েন্ট কমে ১০৫৫.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (ডোমিনেজ স্টীল, টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সামিট এলায়েন্স পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, মনোস্পুল, খান ব্রাদার্স পিপি, ওরিয়ন ইনফিউশন, মুন্নু ফেব্রিক্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, সিভিওপিআরএল ও কে এন্ড কিউ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স, মুন্নু এগ্রো, আনোয়ার গ্যালভানাইজিং, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., কে এন্ড কিউ, কাসেম ইন্ডাস্ট্রিজ, এমবিএল ফার্স্ট মি. ফা., ইবিএল ফার্স্ট মি. ফা. ও সিএপিএম বিডিবিএল মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ফ্যামিলীটেক্স, বিআইএফসি, জেমিনী সী ফুড, খান ব্রাদার্স পিপি, সোনালী পেপার, নূরানী ডাইং ও প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৪৫৩ কোটি টাকা https://corporatesangbad.com/525987/ |