পদোন্নতি পেলেন ২৭৩ এসআই

Posted on November 4, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ পুলিশ বিভিন্ন ইউনিটের মোট ২৭৩ জন উপপরিদর্শককে (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাইয়াত স্বাক্ষরিত পুলিশ সদর দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ২৭৩ জন উপপরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতির অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছেন নিরস্ত্র শাখার উপপরিদর্শক, সশস্ত্র শাখার উপপরিদর্শক ও ট্রাফিক সার্জেন্টরা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৮ জন নিরস্ত্র উপপরিদর্শক, ৯৭ জন সশস্ত্র উপপরিদর্শক এবং ২৮ জন সিটি ও ট্রাফিক সার্জেন্ট পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশটি তাৎক্ষণিক কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন:

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি

নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষণ নিচ্ছে ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা