সিংগাইরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Posted on November 1, 2025

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী কয়েকদিন যাবত ওই এলাকায় মানসিক ভারসাম্যহীনভাবে ঘোরাফেরা করছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় সনাক্ত হয়নি।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল তিনটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় সনাক্ত হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।”