ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

Posted on October 30, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তালিকায় শাপলা প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রজ্ঞাপনে দেখা যায়, নির্বাচন কমিশনের ১০৫টি প্রতীক রয়েছে। সেখানে ১০২ নম্বরে ‘শাপলা কলি’ রয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন প্রেসেডেন্ট অর্ডার নং ১৫৫ এর ১৯৭২ এর আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো,

উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে উপ-বিধি (১) প্রতিস্থাপিত হবে, যথা: এ বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফা (১) অধীন স্থগিত করা প্রতীক ব্যতীত, নিম্ন বর্ণিত প্রতীকসমূহ হতে, প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

প্রজ্ঞাপনে প্রদত্ত প্রতীকগুলো হলো- আনারস, গাভী, টেলিভিশন, বই, রেল ইঞ্জিন, আম, গামছা, ডাব, বক, রিকশা, আলমিরা, গোলাপ ফুল, ড্রেসিং টেবিল, বাঘ, লিচু, ঈগল, ঘণ্টা, ঢেঁকি, বটগাছ, লাঙ্গল, উট, ঘুড়ি, তারা, বাইসাইকেল, শাপলা কলি, উদীয়মান সূর্য, ঘোড়া, তালা, বালতি, সোনালী আঁশ, একতারা, চাকা, থালা, বেবী টেক্সি, সেলাই মেশিন, কাঁচি, চাবি, দাঁড়িপাল্লা, বৈদ্যুতিক পাখা, সোফা, কবুতর, চিরুনি, দালান, বৈদ্যুতিক বাল্ব, সিড়ি, কলম, চিংড়ি, দেওয়াল ঘড়ি, মই, সিংহ, কলস, চেয়ার, দোতলা বাস, মগ, সূর্যমুখী, কলার ছড়ি, কাঁঠাল, চশমা, দোয়াত কলম, মাইক, হরিণ, কাপ-পিরিচ, ছড়ি, দোলনা, মোটরগাড়ি (কার), হাত (পাঞ্জা), কান্তে, জগ, নোঙ্গর, ছাতা, ধানের শীষ, মশাল, হাতঘড়ি, কেটলি, জাহাজ, নৌকা (স্থগিত), ময়ূর, হাতপাখা, হাঁস, কুমির, টর্চ লাইট, পাগড়ি, মাছ, হাতি, কম্পিউটার, টিউবওয়েল, পানির ট্যাপ, মাথাল, হাতুড়ি, কুড়াল, টেবিল, পালকি, মিনার, হারিকেন, কুলা, টেবিল, প্রজাপতি, মোমবাতি, হ্যান্ডশেক, কুঁড়ে ঘর, টেবিল ঘড়ি, ফলের ঝুড়ি, মোটরসাইকেল, মোবাইল ফোন, হুঁকা, কোদাল, খেজুর গাছ, ট্রাক, ফুটবল, মোড়া, হেলিকপ্টার, ট্রাক্টর, ফুলকপি ও মোরগ।

আরও পড়ুন:

মাদক থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো মাধ্যম খেলাধুলা: বাণিজ্য উপদেষ্টা

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা