![]() |

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১৪ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ১৯৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭৬ কোটি ১০ লক্ষ ২৭ হাজার ১৬৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৯.৮২ পয়েন্ট বেড়ে ৫১২২.২২ ডিএস-৩০ মূল্য সূচক ৫.০০ পয়েন্ট বেড়ে ১৯৮৭.৭৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৮৬ পয়েন্ট বেড়ে ১০৮২.৬৩
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (ডোমিনেজ স্টীল, টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, আনোয়ার গ্যালভানাইজিং, সামিট এলায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, তৌফিকা ফুড ও
রবি আজিহাটা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তমিজুদ্দীন টেক্সটাইল, এস.আলম কোল্ড রোল্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, গোল্ডেন সন, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, শাইনপুকুর সিরামিক, এনার্জিপ্যাক পাওয়ার ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., রিং সাইন টেক্সটাইল, ইবিএল এনআরবি মি. ফা., আইএফআইসি ব্যাংক ফার্স্ট মি. ফা., এলআর গ্লোবাল মি. ফা. ১, বিডি ফাইন্যান্স, ডোমিনেজ স্টীল, আজিজ পাইপ ও নিউ লাইন ক্লোথিং।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৪৭৬ কোটি টাকা https://corporatesangbad.com/525578/ |