বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

Posted on October 30, 2025

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ফের বাংলাদেশে আসছেন। যার কণ্ঠে মুগ্ধ কোটি কোটি শ্রোতা, যার গানে প্রেম, বেদনা আর স্মৃতির মায়াজালে ভরা, সেই জনপ্রিয় সংগীতশিল্পী আবারও সরাসরি মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের মাঝে।

ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো প্লাটফর্ম থেকে অরিজিৎ আসার বিষয়ে এরই মধ্যে অনলাইন প্রচারনা শুরু করেছে। এছাড়া পোস্টটি শেয়ার করে একটি ভিডিও প্রকাশ করে টিকেট টুমোরো নামের একটি পেজ। যেখানে অরিজিৎ সিংয়ের বিভিন্ন শো-এর ক্লিপ কেটে দেখানো হয়। ভিডিওতে লেখা ছিল, ‘বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ’। এরপর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়, অরিজিৎ সিং বুঝি সত্যিই আসছেন ঢাকায়!

এ বিষয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনস গণমাধ্যমকে জানায়, আমরা কোনো আয়োজন করার আগে শ্রোতাদের পছন্দ বুঝে নেওয়ার চেষ্টা করি- কে বেশি জনপ্রিয়, কাকে তারা দেখতে চান। সেই কারণেই এই ভোটিং পোস্ট দেওয়া হয়েছিল। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আনুভ জেইনের ইভেন্টের পর সেটাই হবে আমাদের পরবর্তী পরিকল্পনা। তবে সামনে জাতীয় নির্বাচন থাকায় এর আগে নতুন ইভেন্টের সম্ভাবনা কম। এ ছাড়া পোস্টটি দেওয়ার পর অনেকে ধরে নিয়েছেন আমরা অরিজিৎ সিংকেই আনছি। কিন্তু এটি শুধু একটি ভোটিং পোস্ট মাত্র, এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে এসেছেন অরিজিৎ সিং। ২০১৬ সালে বাংলাদেশে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে আর্মি স্টেডিয়ামে পারফর্ম করেন তিনি।

আরও পড়ুন:

হাসপাতালে ভর্তি হাসান মাসুদ

দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবো: ডন

পাকিস্তানে নিষিদ্ধ সালমান খান