![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের জয়ানপুর এলাকায় বিষক্রিয়ায় এক খামারের দুই শতাধিক হাঁস মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফুলজোড় নদীর তীরে এ ঘটনা ঘটে।
উপজেলার জয়ানপুর এলাকার খামারি রেজাউল করিম সকালে তার খামারের ছয় শতাধিক হাঁস ফুলজোড় নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর হাঁসগুলো ছটফট করতে থাকে এবং দুপুরের মধ্যে প্রায় দুই শতাধিক হাঁস মারা যায়। পরে মৃত হাঁসের নমুনা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠানো হলে প্রাথমিক পরীক্ষায় বিষক্রিয়ার প্রমাণ মেলে।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, মৃত হাঁসের নমুনা নিশ্চিত পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ল্যাবে পাঠানো হয়েছে। নিহত হাঁসগুলোর বয়স ছিল দেড় থেকে দুই মাস। ঘটনায় এলাকায় অন্যান্য হাঁসখামারিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে হাঁস পালন নিয়ে এলাকায় কিছুদিন ধরেই বিরোধ চলছিল। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, পরীক্ষার ফল পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় হাঁস খামারিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| রায়গঞ্জে বিষক্রিয়ায় দুই শতাধিক হাঁসের মৃত্যু https://corporatesangbad.com/525505/ |