সোস্যাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Posted on October 29, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছে (১৫.২৮) টাকা। গত বছরের একই সময় যা আয় হয়েছিল ১৪ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে (জুলাই ২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছে (১০.৯৪) টাকা। গত বছরের একই সময় যা হয়েছিল .৩৬ পয়সা।

আলোচ্য হিসাববছরের তৃতীয় প্রান্তিকে তথা কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। গত বছর একই সময় যা ছিল ১৯ টাকা ৯৮ পয়সা।