বেনাপোল সীমান্ত থেকে পিস্তলসহ আটক ১

Posted on October 28, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তে আবারও বিজিবির সফল অভিযানে অস্ত্র উদ্ধারসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক আতাউর রহমান বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লেঃ মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আতাউর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র বিওপির ১টি চৌকষ টহল দল ২৮ অক্টোবর ভোর ৫ ঘটিকায় সীমান্ত পিলার ১৭/৯ এস হতে, আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া নামক স্থানে আটক আসামীর বাড়িতে,। অভিযান পরিচালনা করে তার ঘরের পার্শ্বে ধানের গোলার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১টি পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান শেষে তাকে অস্ত্রসহ আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।