নান্দাইলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

Posted on October 28, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে ছাতা মাথায় দিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মোঃ আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নান্দাইল উপজেলার মুশল্লী ইউনিয়নের ফরিদাকান্দা এলাকায় ময়মনসিংহ-ভৈরব রেললাইনের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ আব্দুল হামিদ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ঝায়েরকোনা গ্রামের মৃত আলেল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী রেলওয়ে কর্মচারী মোঃ মোস্তফা কামাল জানান, সকাল থেকে তারা রেললাইনে কাজ করছিলেন। ওই সময় এক বৃদ্ধ ছাতা মাথায় দিয়ে রেললাইন ধরে হাঁটছিলেন। কিছুক্ষণ পর চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পরিচয় শনাক্ত করে। ব্যাগে থাকা কাগজে লেখা ফোন নম্বরে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

নিহতের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, তার চাচা আব্দুল হামিদের নিজের জমিজমা নেই। আজ মঙ্গলবার ভোরে নরসিংদীতে কাজের খোঁজে রওনা হয়েছিলেন। পথে তিনি ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান।

নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) দেবলার সরকার বলেন, নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহটি কিশোরগঞ্জ জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।