![]() |

কর্পোরেট ডেস্ক: চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৮৯তম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লা খান বলেন, “আল-আরাফাহ ইসলামী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি শরীয়াহ্ মোতাবেক সুদমুক্ত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। আর তারই ধারাবাহিকতায় আজ আমরা বন্দরনগরী চট্টগ্রামে এই উপশাখাটি উদ্বোধন করছি। এ অঞ্চলের স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীবৃন্দ এই উপশাখা থেকে আমানত ও বিনিয়োগ সুবিধা, রেমিট্যান্সসহ অন্যান্য সকল আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সহযোগী হবে, ইনশাল্লাহ্।”
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, এস. এম. আবু জাফর এবং প্রধান কার্যালয়ের ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় ফিরিঙ্গি বাজার উপশাখায় চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওন হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সোয়েব ইসলাম চৌধুরী, চট্টগ্রাম আউটস্কার্ট রিজিওন হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামশেদ আহমেদ চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন।
উল্লেখ্য, বর্তমানে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক সারাদেশে ২২৬টি শাখা ও ৮৯টি উপশাখা ও ৭৪৫টি এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮৯তম উপশাখা উদ্বোধন https://corporatesangbad.com/525231/ |