মেঘনা ব্যাংকের “চট্টগ্রাম টাউনহল সভা ২০২৫’’ সফলভাবে অনুষ্ঠিত

Posted on October 25, 2025

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংক শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বোট ক্লাব-এ চট্টগ্রাম অঞ্চলের সকল শাখা ও বিভাগের কর্মকর্তাগনের
উপস্থিতিতে চট্টগ্রাম টাউনহল সভা ২০২৫’ এর বর্ণাঢ্য আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মেঘনা ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মামুনুল হক, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মোঃ আলি আকতার রিজভী এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, চট্টগ্রাম কর্পোরেট অ্যান্ড রিজিওনাল হেড সঞ্জয় কুমার সাহা এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সজীব কুমার সাহা।

উক্ত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা এবং পরিচালকবৃদ ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা, কৌশলগত দিকনির্দেশনা এবং কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও মুক্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও ব্যাক্তি সফলতার স্বীকৃতি প্রদান করা হয়।

এই আয়োজনের মাধ্যমে মেঘনা ব্যাংক পুনরায় তার ঐক্য, আস্থা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার তুলে ধরে-যা ব্যাংকের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।