কর্পোরেট ডেস্ক : ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের উদ্যোগে আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল মিরপুরে স্তন ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ও মত বিনিময় সভা গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া ক্যান্সার রোগীদের চিকিৎসার লক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব ঢাকা নাইটিঙ্গেল এর প্রেসিডেন্ট আফরোজা আক্তার বাবলি, সেক্রেটারি নাহিদ ফরমান এবং মেজর জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অনকোলজিস্ট ডা. ইসলাম চৌধুরী এবং সচেতনতামূলক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শারমিন হোসেন।
এতে সভাপতিত্ব করেন হাসপাতালের উপ-পরিচালক সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুুব্রত মিস্ত্রি। এ সময় ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের উদ্যোগে ক্যান্সার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত https://corporatesangbad.com/52513/ |