উপায় ও বিসিএল গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Posted on October 26, 2025

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এবং বিসিএল গ্রুপ (টিএমএসএস বগুড়ার একটি সহযোগী প্রতিষ্ঠান)-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টিএমএসএস এলপিজি লিমিটেড, বিসিএল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিসিএল বোর্ড মিলস লিমিটেড-এর বেতন প্রদান ও ব্যবসায়িক লেনদেন সেবা এখন থেকে উপায়ের মাধ্যমে সম্পন্ন হবে। এর ফলে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএল গ্রুপের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও টিএমএসএস বগুড়ার ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সারোয়ার মাহমুদ, বিসিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মেজবাউল বারী শুভ্র, উপায়ের কর্পোরেট সেলস বিভাগের প্রধান সাজ্জাদ আলম, এবং কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান মোহাম্মদ সামসুজ্জোহা। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সহযোগিতা উপায় ও বিসিএল গ্রুপের আর্থিক কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে। একইসঙ্গে ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে বেতন প্রদান, বিল সংগ্রহ ও ব্যবসায়িক লেনদেন ব্যবস্থাপনা আরও আধুনিক, কার্যকর ও স্বচ্ছ হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।