সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বোঝাই ১টি ট্রাক জব্দ করে ৬.৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর নির্দেশনায় ১৬ নভেম্বর রাত ১.৪৫ টার সময় র্যাব-১২’র সদর কোম্পানির অভিযানিক দল“সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায়”মাদক বিরোধী অভিযান পরিচালনা করে৬.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করে। এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনসহ ১টি ট্রাক জব্দ করে র্যাব সদস্যরা।
আটকৃত মাদক ব্যবসায়ীরা-পাবনা জেলার সুজানগর থানার গোপাল পুর গ্রামের কুরবান মন্ডলের ছেলে ইমরুল মন্ডল (২৩), বড়খাপুর গ্রামের দীনেশ চেšধুরীরর ছেলে রুবেল চৌধুরী (২০)
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক মাদক ব্যবসায়ীরা জানায়, তারা প্রসাশনের চোখ ফাকিদিয়ে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল'।
আটকৃৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে সাড়ে ছয় কেজি গাঁজাসহ আটক ২, ট্রাক জব্দ https://corporatesangbad.com/52509/ |