![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে অটোরিকশাচালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই নিয়েগেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটি বাড়েরা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত অটোচালক মাসুদ মিয়া (৩৮) জেলার ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় মাসুদ। রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটি বাড়েরা এলাকার বাইপাস রোডে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়।
এদিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা রাত ২টার দিকে ঘটনাস্থল ও মেডিকেলের মর্গ থেকে আলামত সংগ্রহ করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত মাসুদ মিয়াকে বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে কুপিয়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:
তারাকান্দায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নাতিনকে ধর্ষণে প্রতিবাদ করায় দাদিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই https://corporatesangbad.com/524936/ |