![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে শিশু (নাতীকে) ধর্ষণের অভিযোগে বাগবিতণ্ডার জেরে শিশুটির দাদি ফুলবলী রবিদাসকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবুয়া রবিদাসকে (৪০) আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আবুয়া রবিদাস উপজেলার আমুয়াকান্দা খাধ্য গুদাম সংলগ্ন এলাকার কাচ্চু রবিদাসের ছেলে।
বুধবার (২২ অক্টোবর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই নারী ফুলবলী রবিদাসের মৃত্যু হয়।
নিহত নারী ফুলবলী রবিদাস একই এলাকার মহেষ চন্দ্র রবিদাসের স্ত্রী।
ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা খাধ্য গুদাম সংলগ্ন এলাকায় এক শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহ থেকে দুই পক্ষের তর্কবিতর্কের জের ধরে ওই বৃদ্ধ নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ৪ থেকে ৫ বছর বয়সী এক শিশুকে আবুয়া রবিদাস ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে আবুয়া রবিদাস ওই শিশুর দাদি ফুলবাসী রবিদাসকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় ফুলবাসী রবিদাসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে
তিনি মৃত্যুবরণ করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মূলত শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহ থেকে সৃষ্ট বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নাতিনকে ধর্ষণে প্রতিবাদ করায় দাদিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ https://corporatesangbad.com/524784/ |