![]() |

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এবং গ্রামীণ টেলিকম-এর সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষের ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও বিস্তৃত হবে এবং গ্রাহকেরা আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন।
বুধবার (২২ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর এবং সমাধান সার্ভিসেস -এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সমাধান-এর চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং মোঃ সালাহ উদ্দিন তানভীর ও হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি এ. বি. এম. সাইফুল বারী সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই কৌশলগত অংশীদারিত্ব আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এর শরিয়াভিত্তিক উদ্ভাবনী ডিজিটাল সেবা উন্নয়ন এবং দেশের সর্বস্তরে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ব্যাংকের নিরবচ্ছিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে সমাধান সার্ভিসেস এর কৌশলগত চুক্তি স্বাক্ষর https://corporatesangbad.com/524772/ |