![]() |

অর্থ-বাণিজ্য ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের সঙ্গে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত (তিন দিন) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে। আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে যথারীতি আমদানি-রপ্তানি পুনরায় শুরু হবে বলে তিনি জানান।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান বলেন, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় চ্যাংড়াবান্ধা ব্যবসায়ী সমিতি সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একটি চিঠি দিয়েছে। পূজা শেষে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
একই তথ্য নিশ্চিত করে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, কালীপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা তিন দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রেখেছেন। তবে এ সময় কাস্টমস হাউস ও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ https://corporatesangbad.com/524726/ |