![]() |

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৯নং সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পাকা টিনসেড বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আপন দাশ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বসতঘরের ভেতরের কোনো সামগ্রীই উদ্ধার করা সম্ভব হয়নি। ফ্রিজ, টিভি, সোফা, ফ্যান, বেড, আলমারি সহ সব কিছু আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, ফলে পরিবারটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
ভুক্তভোগী আপন দাশ বলেন, আমরা কিছুই রক্ষা করতে পারিনি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘরের ভেতরের জিনিসপত্র বের করার সুযোগই পাইনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি https://corporatesangbad.com/524608/ |