হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়লো কার্গো বিমান, নিহত ২

Posted on October 20, 2025

আন্তর্জাতিক ডেস্ক: হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়েছে একটি কার্গো বিমান। ফলে এ ঘটনায় বিমানবন্দরের দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এএফপি’র।

সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে আগত বি-৭৪৪ মডেলের একটি কার্গো বিমান ‘অবতরণ করার পর উত্তর রানওয়ে থেকে বিচ্যুত হয়ে সমুদ্রে পড়ে যায়।’

বিভাগটি আরও জানিয়েছে, ‘প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, এবং দুইজন স্থলযান কর্মী আহত হয়ে সমুদ্রে পড়ে গেছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বিমানটি স্থলভাগে থাকা একটি যানকে ধাক্কা দিয়েছে, যা পরবর্তীতে সাগরে পড়ে যায়।

দুর্ঘটনায় স্থলভাগে থাকা যানে থাকা ৩০ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন এবং ৪১ বছর বয়সী আরেকজনকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আজ সোমবার সকালে বিমানবন্দরের উত্তর রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, অন্য দুটি রানওয়ে এখনও চালু রয়েছে।