১৮ দিনে এলো ১৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স

Posted on October 20, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি অক্টোবরের প্রথম ১৮ দিনে দেশে ১৫৭ কোটি ৩৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার কোটি টাকার বেশি।

সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৩৭ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার।

এরমধ্যে অক্টোবরের প্রথম ১৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৩২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯ কোটি ২২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৮ লাখ ডলার।

এর আগে চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সদ্য বিদায়ী সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।