তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বেসিক ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

Posted on October 19, 2025

কর্পোরেট ডেস্ক: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ এর উদ্বোধন করেছে শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড।

রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ‘গ্রাহক সেবা পক্ষ’ পালনের উদ্যোগের অংশ হিসেবে মতিঝিলস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী এই গ্রাহক সেবা পক্ষের শুভ উদ্বোধন করেন।

এ সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ও বেসিক ব্যাংকের পরিচালক শেখ ফরিদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে সারা দেশ থেকে ব্যাংকের শাখা-উপশাখা প্রধানগণের ভার্চুয়াল উপস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে একটি আমানত পণ্য ‘পড়ুয়া সেভিংস স্কীম’ চালু করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মোঃ হাসান ইমাম, মোঃ গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, নূরুর রহমান চৌধুরী (মহাব্যবস্থাপক-চলতি দায়িত্বে), প্রধান শাখা ও দিলকুশা শাখার প্রধান এবং বিভিন্ন বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা গ্রাহক সেবা পক্ষে শাখায় আগত গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান বিষয়ে শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।