বিএসআরএম স্টিলসের লভ্যাংশ ঘোষণা

Posted on October 18, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৪ ডিসেম্বর, বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ টাকা ৭৭ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১০ টাকা ৪০ পয়সা, ২০২৩ সালে দিয়েছিল ৭ টাকা ৯২ পয়সা, ২০২২ সালে দিয়েছিল ৮ টাকা ৭২ পয়সা ও ২০২১ সালে দিয়েছিল ৮ টাকা ১০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৫২ পয়সা যা আগের বছর একই সময় ছিল ৮০ টাকা ৯৩ পয়সা, ২০২৩ সালে ছিল ৭৩ টাকা ৩২ পয়সা, ২০২২ সালে ছিল ৬৮ টাকা ৯৯ পয়সা ও ২০২১ সালে ছিল ৬২ টাকা ৩৮ পয়সা।