![]() |

বিনোদন ডেস্ক : বিশ্বের সেরা ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে ‘মিস্টার বিস্ট’। এবার সে ইউটিউবারের সঙ্গেই একফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন খান খ্যাত অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও আমির খান।
ছবিটা সৌদি আরবের একটি অনুষ্ঠানে তোলা হয়েছিল এবং মিস্টারবিস্ট এই ছবিটি সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেন। এই ছবিতে শাহরুখ খান ও সালমান খানকে সুটে এবং আমির খানকে দেখা যায় একটি সুন্দর ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটে। মিস্টারবিস্টকেও খানদের সাথে 'অল ব্ল্যাক' আউটফিটে দেখা যায়।
তাছাড়াও মিস্টারবিস্ট শেয়ার করা ছবিতে লিখেছেন, 'হে ইন্ডিয়া, আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?' এই রহস্যপূর্ণ লেখাটি ভক্তদের উন্মাদনায় ফেলে দিয়েছে। নেটপাড়ায় ছড়িয়েছে একটি সম্ভাব্য কলাবোরেশনের জল্পনা, যা নিঃসন্দেহে, হতে পারে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো ইভেন্ট।
এই ছবি নেটিজেনদের মধ্যে উত্তেজনা জাগিয়ে তুলেছে। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, 'শাহরুখ, সালমান ও আমির মিস্টারবিস্টের সাথে। মিস্টারবিস্টের পরবর্তী কলাব?', আবার অন্য একজন কমেন্ট করেছে, 'বিস্টস উইথ বিস্ট।
আরও পড়ুন:
জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মিস্টার বিস্টের সঙ্গে শাহরুখ-সালমান-আমির https://corporatesangbad.com/524205/ |