November 19, 2025 - 7:48 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদকর্মী ও গ্রাহকদের সুস্থতা নিশ্চিতে আইপিডিসি’র ওয়েলনেস প্রোগ্রাম

কর্মী ও গ্রাহকদের সুস্থতা নিশ্চিতে আইপিডিসি’র ওয়েলনেস প্রোগ্রাম

spot_img

কর্পোরেট ডেস্ক: গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র চার দিনব্যাপি ওয়েলনেস প্রোগ্রাম আজ শেষ হয়েছে। আইপিডিসি’র কর্মী ও গ্রাহকদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ এবং সুস্থ ও অন্তর্ভুক্তিমূলক জীবনধারা গড়তে উৎসাহিত করাই ছিল এই প্রোগ্রামের মূল লক্ষ্য, যা ব্যক্তিজীবন ও কর্মজীবনে সমান ভূমিকা রাখবে।

প্রোগ্রামের প্রথম দিনে (১৩ অক্টোবর) স্বাস্থ্য-পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে একজন মেডিকেল অফিসার অংশগ্রহণকারীদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং বিএমআই পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া, ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত একটি সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কর্মী ও গ্রাহকদের ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

দ্বিতীয় দিনে (১৪ অক্টোবর) মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয়। সেদিন বিশেষজ্ঞরা মানসিক সুস্থতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মক্ষেত্রে চাপ নিয়ন্ত্রণ ও ব্যক্তিজীবন ও কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

তৃতীয় দিনে (১৫ অক্টোবর) একটি ইন্টারেক্টিভ ফিজিওথেরাপি পর্বের আয়োজন করা হয়। একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট পর্বটি পরিচালনা করেন। সেসময় শারীরিক ব্যায়াম ও ইন্টারেক্টিভ ওয়ার্কশপের মাধ্যমে দীর্ঘমেয়াদে মাস্কুলোস্কেলেটাল হেলথ (বোন ও মাসল হেলথ) বজায় রাখার কৌশল শেখানো হয়।

আজ শেষ দিনে (১৬ অক্টোবর) আইপিডিসি’র কর্মীবৃন্দ এবং অফিস স্টাফদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। এই পর্বের উদ্দেশ্য ছিল চোখের অবস্থা ও সুস্থতা নিশ্চিত করা এবং কারো দৃষ্টি সংক্রান্ত সমস্যার থাকলে তা প্রাথমিকভাবে শনাক্ত করা। সেসময় সবাই বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করেন এবং যাদের চশমা প্রয়োজন হয় তাদের বিনামূল্যে চশমা দেওয়া হয়।

ওয়েলনেস প্রোগ্রাম সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান বলেন, “আমাদের বিশ্বাস, একটি উন্নত সমাজব্যবস্থা গঠন করতে প্রয়োজন একটি সুস্থ সমাজ। আমাদের কর্মী ও গ্রাহকরাই আমাদের সাফল্যের মূল চালিকাশক্তি, এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ওয়েলনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাইকে নিজের যত্ন নেওয়ার গুরুত্ব সম্পর্কে বোঝাতে চেয়েছি এবং ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখবো বলে আশাবাদী।”

এমন উদ্যোগের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি একটি সুস্থ এবং উৎপাদনশীল কর্ম-পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বাংলাদেশের আর্থিক খাতে কর্পোরেট ওয়েলনেস বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...