আল আমিন (শেরপুর) জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়ন এবং টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ অক্টোবর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও হাসপাতালে ইউনিসেফের সহায়তায় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৯ থেকে ১৫ বছর বয়সী সকল শিশুদেরকে টাইফয়েড প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করবে। পাশাপাশি গ্রামাঞ্চলের নির্ধারিত কেন্দ্রগুলোতেও সকাল থেকে টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে টিকাদান কর্মসূচির প্রচার-প্রসার বিষয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রচার সমন্বয়), গণসংযোগ অধিদপ্তর, ঢাকা; ডাঃ তৌফিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নালিতাবাড়ী; এবং জনাব এস. এম. মোহাইমোনুল ইসলাম, পরিচালক, ফাউন্ডেশন শেরপুর। সভায় সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ আবুল খায়ের, জেলা তথ্য অফিসার, শেরপুর।
বক্তারা বলেন, ৯ থেকে ১৫ বছর বয়েসে সকল শিশু দেরকে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতনতা বৃদ্ধি ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।


