চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

Posted on October 16, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি রপ্তানিমুখি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের সঙ্গে আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম সিইপিজেডের লিংক রোডের সাততলা ওই ফ্যাক্টরির ৫, ৬ ও ৭ম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ২ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার। বর্তমানে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে এসে ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।