![]() |

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৩ কোটি ৭০ লক্ষ ৫৩ হাজার ৮৯৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪৪ কোটি ৫০ লক্ষ ৫৪ হাজার ৪৫৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.৯০ পয়েন্ট বেড়ে ৫১১৯.৪২ ডিএস-৩০ মূল্য সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে ১৯৬৭.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.০৪ পয়েন্ট কমে ১০৮৬.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে
৬৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সামিট এলায়েন্স পোর্ট, প্রগতি লাইফ ইন্সুঃ, ডমিনজ স্টিল,
সিভিও পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স পিপি, রূপালি লাইফ ইন্সুঃ, প্রগতি ইন্সুঃ, ওরিয়ন ইনফিউশন ও সিম টেক্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পিপলস ইন্সুঃ, ডমিনজ স্টিল, রিলায়েন্স ১ম মি. ফা., বিজিআইসি, প্রগতি
লাইফ ইন্সুঃ, ইনডেক্স অ্যাগ্রো, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুঃ, তাক্কাফুল ইন্সুঃ, মেঘনা ইন্সুঃ ও বিএসআরএম স্টিল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিআইএফসি, ইন্টাঃ লিজিং, খান ব্রাদার্স পিপি, রিজেন্ট টেক্স, সিভিও পেট্রোলিয়াম, দেসবন্ধু পলিমার, আইএসএন লিঃ, এক্সিম ব্যাংক ১ম মি. ফা., প্রাইম ফাইন্যান্স ও এসআইবিএল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৪৪৪ কোটি টাকা https://corporatesangbad.com/524114/ |