![]() |

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্সুরেন্স পিএলসি সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৫ অক্টোবর, ২০২৫ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৬ টাকা, ২০২৩ সালে যা হয়েছিল ২.০২ টাকা, ২০২২ সালে ছিল ২.০৯ টাকা, ২০২১ সালে ছিল ছিল ৩.২৯ টাকা ও ২০২০ সালে হয়েছিল ২.৩৪ টাকা।
কোম্পানিটির ২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেষে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২৯.৬৩ টাকা যা ২০২৩ সালে যা হয়েছিল ২৭.৪০ টাকা, ২০২২ সালে ছিল ২৬.৮৮ টাকা, ২০২১ সালে ছিল ২৬.৫৭ টাকা ও ২০২০ সালে ছিল ২৪.৫২ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে দিয়েছে ১১ শতাংশ নগদ, ২০২২ সালে ১১ শতাংশ নগদ, ২০২১ সালে ১৫ শতাংশ নগদ, ২০২০ সালে ১২ শতাংশ নগদ এবং ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৫৭ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৮৮৫ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৪২ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| এশিয়া ইন্সুরেন্সের পর্ষদ সভা ২৫ অক্টোবর https://corporatesangbad.com/524091/ |