১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন: বাংলাদেশ ব্যাংক

Posted on October 16, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন দিয়ে লেনদেন করতে দেশের কেউ কেউ অনীহা প্রকাশ করছেন, যা প্রচলিত আইনের লঙ্ঘন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের কোনো কোনো এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন। এটি প্রচলিত আইনের লঙ্ঘন।

বাংলাদেশ ব্যাংক জানায়, কাগজী নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা বৈধ। তাই নগদ লেনদেনে এই ধাতব মুদ্রা ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।