এভারকেয়ার হসপিটাল ঢাকা’র বিশেষ উদ্যোগ ‘বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ’

Posted on October 15, 2025

কর্পোরেট ডেস্ক: বিশ্বজুড়ে অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা দেওয়া ক্যান্সারগুলোর মধ্যে ব্রেস্ট ক্যান্সার অন্যতম এবং সময়মতো শনাক্ত না হলে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এভারকেয়ার হসপিটাল ঢাকা বিনামূল্যে ‘ব্রেস্ট হেলথ চেকআপ’ প্রোগ্রাম শুরু করেছে, যা বুধবার (১৫ অক্টোবর) থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

এই বিশেষ উদ্যোগের মাধ্যমে নারীরা হাসপাতালের ব্রেস্ট ক্লিনিক ও মাস্টার হেলথ চেক ইউনিটে এসে সম্পূর্ণ বিনামূল্যে তাদের ব্রেস্ট হেলথ চেকআপ করাতে পারবেন। চেকআপের অন্তর্ভুক্ত থাকবে প্রাথমিক শারীরিক পরীক্ষা, পরামর্শ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসা পরামর্শ।

এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্বাস করে, ‘প্রতিটি নারীর জীবনের গল্প আলাদা, এবং প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ’। তাই নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ও রোগের প্রাথমিক শনাক্তকরণে হাসপাতালটি নিয়মিতভাবে নানা জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ প্রসঙ্গে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, “বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সার দেরিতে শনাক্ত হওয়ার ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ে। অথচ নিয়মিত স্ব-পরীক্ষা এবং বছরে অন্তত একবার স্বাস্থ্যপরীক্ষা অনেক নারীর জীবন বাঁচাতে পারে। এই প্রোগ্রামের মধ্য দিয়ে এভারকেয়ার এই বার্তাটিই দিতে চায় – সচেতন হোন, নিজেকে সময় দিন।”

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, “আমরা চাই প্রতিটি নারী নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিক। অনেক সময় পরিবার, কাজ বা সামাজিক ব্যস্ততার কারণে নারীরা নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না, অথচ সুস্থ থাকাটাই পুরো পরিবারের শক্তি। এই উদ্যোগের মাধ্যমে আমরা নারীদের সেই যত্ন ও সচেতনতার পথে এক ধাপ এগিয়ে নিতে চাই।”

এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ-এর মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, “আমরা বিশ্বাস করি যে, প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত স্তন ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে। এই ফ্রি ব্রেস্ট হেলথ চেকআপ প্রোগ্রামের মাধ্যমে আমরা নারীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং সময়মতো সঠিক পদক্ষেপ নিতে উৎসাহিত করতে চাই। প্রাথমিক শনাক্তকরণ এবং সচেতনতা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা নারীদের সুস্থতা নিশ্চিত করতে সবসময় তাদের পাশে আছি এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সর্বোচ্চ মানের সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

হসপিটালের বিশেষজ্ঞরা আরও জানান যে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১২ হাজারেরও বেশি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন, যাদের অধিকাংশ নারীই চিকিৎসা নেন রোগের একেবারে চূড়ান্ত পর্যায়ে। তাদের মতে, প্রাথমিক শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধিই হলো ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে কার্যকর কৌশল। এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্বমানের চিকিৎসা, অত্যাধুনিক ডায়াগনস্টিক সুবিধা, অভিজ্ঞ অনকোলজিস্ট এবং পার্সোনালাইজড কেয়ার মডেলের মাধ্যমে নারীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

বিস্তারিত জানতে বা চেকআপ বুকিংয়ের জন্য এভারকেয়ার হসপিটাল ঢাকা-তে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।