ডিএসইতে আজকের লেনদেন ৪৮৭ কোটি টাকা

Posted on October 15, 2025

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৬ কোটি ৭৪ লক্ষ ৪১ হাজার ৩১৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৭ কোটি ৬২ লক্ষ ৮১ হাজার ৫৬৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮০.৭৬ পয়েন্ট কমে ৫১১৬.৫১ ডিএস-৩০ মূল্য
সূচক ২৮.৬০ পয়েন্ট কমে ১৯৬৭.০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২০.২৯ পয়েন্ট কমে ১০৯১.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৩২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, ডমিনজ স্টিল, খান ব্রাদার্স পিপি, ফারইস্ট
নিটিং, সামিট এলায়েন্স পোর্ট, এপেক্স ফুটওয়্যার, স্কয়ার ফার্মা, রূপালি লাইফ ইন্সুঃ, প্রগতি ইন্সুঃ ও সিভিও পেট্রোলিয়াম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পিপলস ইন্সুঃ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ১ম মি. ফা, এক্সিম ব্যাংক, সেনা ইন্সুঃ, প্রগতি ইন্সুঃ, বিএনআইসিএল, ইউসিবি, রহিমা ফুড ও মেঘনা ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লংকাবাংলা, এপেক্স ট্যানারী, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, স্ট্যান্ডার্ড সিরামিকস, একমী পেস্টিসাইডস, লিগেসী ফুট্রয়্যার, প্রিমিয়ার লিজিং, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুঃ।