মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে হয়নি: ঢামেক পরিচালক

Posted on October 15, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনেদগ্ধ হয়ে নিহত ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

 বুধবার (১৫ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঢামেক পরিচালক বলেন, বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়ে মারা গেছেন মিরপুরের গার্মেন্টসের ১৬ জন শ্রমিক। ডিএনএ নমুনা সংগ্রহের পর শনাক্তদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত ১০ জন মরদেহের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।

রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান জানিয়েছেন, আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি- ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই-বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে। এছাড়া স্বজনদেরও ডিএনএ নমুনা রাখা হবে। এরপর যেসব মরদেহ শনাক্ত করা হয়েছে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ হলেই লাশ হস্তান্তরের কার্যক্রম শুরু করা যাবে।

এদিকে নিখোঁজদের সন্ধানে ঢামেক হাসপাতাল ও কেমিক্যাল গোডাউনের আশপাশে ভিড় করছেন স্বজনরা। কেউ হারানো প্রিয়জনের খোঁজে নির্বাক বসে আছেন, কেউ বা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনাস্থল এক নজর দেখতে জড়ো হচ্ছেন উৎসুক জনতাও।

অগ্নিকাণ্ডের পর গোডাউনে থাকা বিভিন্ন রাসায়নিক থেকে ক্লোরিনসহ বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে বলে জানা গেছে। সকালে আশপাশের কয়েকটি গার্মেন্টসে কর্মীরা কাজে যোগ দিলে ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে শিয়ালবাড়ির টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। পরে ১২টি ইউনিটের টানা সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।