November 19, 2025 - 7:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআফগানিস্তানের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ বাংলাদেশ

আফগানিস্তানের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেসক্ : ওয়ানডেতে প্রথমবারের মত আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের কাছে ২০০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে আফগানিস্তানের কাছে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় হার বাংলাদেশের। আগেরটি ছিল ২০২৩ সালে চট্টগ্রামে ১৪২ রানে হেরেছিল টাইগাররা।

সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ৫ উইকেটে ও ৮১ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল মেহেদি হাসান মিরাজের দল। এই সফরে ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দারুণ সূচনা করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে দলকে ৯৮ বলে ৯৯ রান এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

১৬তম ওভারের শেষ বলে গুরবাজকে ৪২ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন স্পিনার তানভীর ইসলাম।

গুরবাজ ফেরার পর নতুন ব্যাটার সেদিকুল্লাহ আতালকে নিয়ে রানের চাকা সচল রেখে আফগানিস্তানের স্কোর দেড়শ পার করেন জাদরান। এই জুুটিতে ওয়ানডে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জাদরান।

৩২তম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে আতাল-জাদরান জুটি ভাঙেন স্পিনার সাইফ হাসান। আতালকে ২৯ রানে শিকার করেন তিনি।

নিজের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান সাইফ। সুইপ শট খেলে স্কয়ার লেগে তাওহিদ হৃদয়ের দারুণ ক্যাচে ২ রানে থামেন আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি।

৪ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। সেই চাপ আরও বাড়িয়ে দেন জাদরান। নাভার্স নাইন্টিতে রান আউটের ফাঁদে পড়েন তিনি। গত ম্যাচের মত এবারও ৯৫ রানে আউট হন জাদরান। তার ১১১ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিল।

দলীয় ১৮৬ রানে জাদরান ফেরার পর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমারজাইর ২৩ বলে ২৩ রানের জুটিতে আফগানিস্তানের রান ২শ পার হয়। ৩টি চারে ২০ রান করে তানভীরের বলে বোল্ড হন ওমারজাই।

এরপর রশিদ খান ৮ রানে আউটের পর অষ্টম উইকেটে নবী ও নাঙ্গোলিয়া খারোতের ২৫ বলে ২৮ রানের জুটিতে আড়াইশর কাছাকাছি পৌঁছে যায় আফগানিস্তান। খারোতি ১০ এবং এএম গাজানফার শূন্য হাতে পেসার হাসান মাহমুদের শিকার হন। ৪৮ ওভার শেষে ২৪৯ রানে নবম উইকেট হারায় আফগানরা। তখনও ক্রিজে ছিলেন নবী।

মিরাজের করা ৪৯তম ওভারে ৩ ছক্কায় ২৫ রান তুলেন নবী। হাসানের করা ইনিংসের শেষ ওভার থেকে ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ রান তুলে আফগানিস্তানকে বড় সংগ্রহ এনে দেন নবী। ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান তুলে আফগানরা। ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৬২ রান নিয়ে অপরাজিত থাকেন নবী।

বাংলাদেশের হয়ে সাইফ ৬ রানে ৩টি, হাসান ও তানভীর ২টি করে এবং মিরাজ ১ উইকেট নেন।

জবাব দিতে নেমে ৫১ বলে ৩৫ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাইম। নবম ওভারে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন নাইম। ২৪ বলে ৭ রান করে আফগানিস্তান পেসার ওমারজাইর শিকার হন তিনি।

দলীয় ৩৫ রানে প্রথম উইকেট পতনের পর আফগানিস্তানের পেসার বিলাল সামি ও স্পিনার রশিদ খানের তোপে ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এটিই সর্বনিম্ন রান টাইগারদের।

সাইফ ছাড়া বাংলাদেশের কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি। সাইফ ২টি চার ও ৩টি ছক্কায় ৫৪ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন।

নাইমের ৭ রানের পর নাজমুল হোসেন শান্ত ৩, তাওহিদ হৃদয় ৭, মিরাজ ৬, শামীম হোসেন শূন্য, নুরুল হাসান ২, রিশাদ হোসেন ৪, তানভীর ৫, হাসান ৯ ও নাহিদ রানা অপরাজিত ২ রান করেন।

আফগানিস্তানের বিলাল ৩৩ রানে ৫ উইকেট নেন। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন বিলাল। রশিদ ১২ রানে নেন ৩ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...