November 19, 2025 - 7:54 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআবুধাবি টি-১০ লিগের সঙ্গে যুক্ত হলো ই-স্পোর্টস প্ল্যাটফর্ম

আবুধাবি টি-১০ লিগের সঙ্গে যুক্ত হলো ই-স্পোর্টস প্ল্যাটফর্ম

spot_img

স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-১০ লিগ ২০২৫ মৌসুমের জন্য বিসি.গেম ইস্পোর্টস-কে তাদের প্রধান অংশীদার হিসেবে ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে টি-১০ ক্রিকেটের উদ্দীপনা যুক্ত হচ্ছে দ্রুত বিকাশমান বৈশ্বিক ই-স্পোর্টস শিল্পের সঙ্গে।

নতুন এই সহযোগিতায় সম্প্রচার, ডিজিটাল এবং মাঠভিত্তিক সব প্ল্যাটফর্মে ব্র্যান্ড দৃশ্যমানতা ও দর্শক সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে টুর্নামেন্টে যুক্ত হবে ই-স্পোর্টস অনুপ্রাণিত নানা কার্যক্রম, যা দর্শকদের জন্য আনবে ভিন্নধর্মী অভিজ্ঞতা।

আগামী ১৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আবুধাবি টি-১০ লিগ, যেখানে বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা অংশ নেবেন ১০ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে। বিসি.গেম ইস্পোর্টস যুক্ত হওয়ায় লিগটি তরুণ ও প্রযুক্তি-মনস্ক দর্শকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আয়োজকদের আশা।

টি-১০ লিগের এক মুখপাত্র বলেন, “আমরা বিসি.গেম ইস্পোর্টসকে প্রধান অংশীদার হিসেবে পেয়ে আনন্দিত। নবম আসর হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা আমাদের বৈশ্বিক উপস্থিতি ও দর্শকদের অভিজ্ঞতা—দুই ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ করবে।”

অন্যদিকে বিসি.গেম ইস্পোর্টসের মুখপাত্র জানান, “আবুধাবি টি-১০ লিগের সঙ্গে যুক্ত হওয়া আমাদের জন্য এক বড় সুযোগ। এটি ক্রিকেট ও গেমিংপ্রেমীদের একই প্ল্যাটফর্মে আনবে এবং আমাদের বৈশ্বিক সম্প্রদায়কে আরও সম্প্রসারিত করবে।”

এই অংশীদারিত্ব আবুধাবি টি-১০ লিগের উদ্ভাবন, তরুণ সম্পৃক্ততা ও আন্তর্জাতিক বিকাশের ধারাকে আরও জোরদার করছে। আয়োজকদের বিশ্বাস, ২০২৫ মৌসুমটি হবে এখন পর্যন্ত সবচেয়ে উদ্দীপনাময় আসর।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...