![]() |

কর্পোরেট ডেস্ক: লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রেসিডেন্ট অরবিন্দ পাল সিং স্যারের আহবান 'Lead to Serve, Serve to Lead" এবং লায়ন্স জেলা ৩১৫এ১র জেলা গভর্নর একেএম গোলাম ফারুক স্যারের আহবান "দৃষ্টি থেকে দৃষ্টিভঙ্গি"।
বিশ্ব লায়ন্স দিবস ও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে প্রতি বছরের ন্যায় ১লা অক্টোবর, ২০২৫ এক বণার্ঢ্য র্যালীর মাধ্যমে আন্তর্জাতিক ডিরেক্টর নাজমুল হক (২০২৫-২৭), গ্লোবাল অ্যাকশন টিম CA6 লিডার কাজী সাইফুল, মাল্টিপল জেলা ৩১৫'র কাউন্সিল চেয়ারপার্সন আশরাফ হোসেন হীরা (২০২৫-২৬), জেলা ৩১৫এ১ 'র গভর্নর (২০২৫-২৬), ভাইস জেলা গভর্নরসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দদের উপস্থিতিতে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন।
সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজ ৯টি বৈশ্বিক কারণ নিয়ে সপ্তাহব্যাপী ঢাকার বিভিন্নস্থানে বিভিন্ন কর্মসূচি পালন করে। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের খাদ্য, অন্ধদের হাতে সাদা ছড়ি, ফ্রি ডায়াবেটিক পরীক্ষা ও সচেতনামুলক লিফলেট বিতরণ, মিরপুরে বন্ধুদের সাথে বৃক্ষরোপণ, মাদ্রাসার এতিম বাচ্চাদের শিক্ষাবৃত্তি, শিশু ক্যান্সার ও বিপর্যস্ত গাজাবাসীদের আর্থিক অনুদান, যুব ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত অন-লাইন সেমিনার করেন।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁয়ে এলজিইডি অডিটোরিয়াম সম্মাপনী অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রটেস্টিং ভয়েসসহ ৫০টিরও বেশী ক্লাবকে সার্ভিস সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মারক প্রদান করেন জেলা ৩১৫এ 'র জেলা গভর্নর লায়ন একেএম গোলাম ফারুক, মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন হীরা, লায়ন একেএম রেজাউল হক, মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। Moto of Lions International' "We Serve" এই আহ্বানকে ধারণ করে ভবিষ্যতে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকতে চায় এমন প্রত্যয় দুটি ক্লাবের কর্ণধার ও অন্যান্য সদস্যদের।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রটেস্টিং ভয়েজ'র অক্টোবর সেবা সপ্তাহ পালন https://corporatesangbad.com/523893/ |