![]() |

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বার্ষিক সাধারন সভার (এজিএম) তারিখ জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪২তম এজিএম আগামি ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে কোথায় অনুষ্ঠিত হবে, সেটা পরবর্তীতে জানাবে ব্যাংক কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা যা ২০২২ সালে হয়েছিল ৩ টাকা ৮৩ পয়সা, ২০২১ সাল ছিল ২ টাকা ৯৯ পয়সা, ২০২০ সালে ছিল ২ টাকা ৯৮ পয়সা ও ২০১৯ সালে ছিল ৩ টাকা ৪০ পয়সা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৩ সালে ৪৫ টাকা ২৪ পয়সা যা ২০২২ সালে ছিল ৪৩ টাকা ২১ পয়সা, ২০২১ সালে ছিল ৪০ টাকা ৮২ পয়সা, ২০২০ সালে ছিল ৩৮ টাকা ৮৯ পয়সা ও ২০১৯ সালে ছিল ৩৬ টাকা ৮৮ পয়সা।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৬১০ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ সেপ্টম্বর, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে .১৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭৪.৯২ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৭.৮৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.০১ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩২.৬ টাকা থেকে ৭১.১ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪০.৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪১ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৪০.৭ টাকা। ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ইসলামী ব্যাংকের এজিএমের তারিখ ঘোষণা https://corporatesangbad.com/523823/ |