প্রিমিয়ার ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Posted on October 13, 2025

কর্পোরেট ডেস্ক: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান।

ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি চেয়ারম্যান মোঃ ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান এম নুরুল আলম, এফসিএস; ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডাঃ আরিফুর রহমান, ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে এই ব্যাংকের সঙ্গে থাকার কারণে আমানতকারী ও শেয়ারহোল্ডারদের প্রতি আমার দায়িত্ব অনেক বেশি। সুশাসন, জবাবদিহিতা ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের সমন্বয়ে প্রিমিয়ার ব্যাংকে একটি সুন্দর ও স্থিতিশীল অবস্থান গড়ে তোলাই নতুন পরিচালনা পর্ষদের প্রধান লক্ষ্য।”

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং ব্যাংকের সবাইকে নিজস্ব কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে একযোগে কাজ করতে আহবান জানান।