November 19, 2025 - 8:21 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকর্ণফুলীতে পুলিশের সামনেই ‘ডিবি’ পরিচয়ে বিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কর্ণফুলীতে পুলিশের সামনেই ‘ডিবি’ পরিচয়ে বিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে ডিবি পুলিশ পরিচয়ে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল বিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। পরে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

তবে এই ঘটনায় কর্ণফুলী ওসি মুহাম্মদ শরীফ ও তাঁর পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। অভিযোগ রয়েছে—ডাকাতদের সঙ্গে মাত্র ১০ ফুট দূরত্বে অবস্থান করলেও পুলিশ ইচ্ছে করে ধাওয়া দেয়নি।

ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে।

বাড়ির নববর মো. আরিফুল ইসলাম এবং বড় ভাই মো. আলমগীর জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে রাত দেড়টার দিকে তাঁরা বাড়িতে ফেরেন। কিছুক্ষণের মধ্যেই ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ৮ জন সাদা-আকাশি পোশাক পরা লোক অস্ত্র হাতে তল্লাশি চালানোর কথা বলে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের নারী-পুরুষদের অস্ত্রের মুখে কক্ষে আলাদা করে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।

আলমগীর আরো বলেন, “ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির কাছেই ছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কিছু করেনি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। আমরা নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।”

স্থানীয়দের ধারণা, বিয়ের অনুষ্ঠানে নজরদারির জন্য আগেই কয়েকজন ডাকাত বিয়ের কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিল। যারা সাদা গেঞ্জি আর জিন্স প্যান্ট পরিহিত ছিলো। অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তাদের পরিচয় পাওয়া যেতে পারে বলে মনে করেন বাড়ির লোকজনও প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, বর আরিফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত, আর বাড়ির বড় ছেলে আলমগীর কাতার প্রবাসী।

ঘটনার রাতে পুলিশ সক্রিয় না থাকলেও রোববার (১২ অক্টোবর) দুপুরে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ওসি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সুকৌশলে স্থান ত্যাগ করেন।

এসি মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

ঘটনার সময় পুলিশ মাত্র কয়েক গজ দূরত্বে থেকেও ডাকাতদলকে ধরতে উদ্যোগ না নেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে। এ ধরনের উদাসীনতা শুধু আইনশৃঙ্খলার দুর্বলতা নয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ তৈরি করছে। পুলিশের দ্রুত পদক্ষেপ, এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও নিয়মিত টহল বাড়ানো এখন জরুরি—না হলে ‘ডিবি পরিচয়ে ডাকাতি’র মতো ভয়াবহ অপরাধ আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...