সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা, শিবির কর্মীকে পিটিয়ে হত্যা

Posted on October 12, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় মিজানুর রহমান (২২) নামের ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মিজানুর উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং ইসলামী ছাত্রশিবিরের বেলকুচি উপজেলা শাখার কর্মী ও ভাঙ্গাবাড়ী ইউনিয়ন উত্তর শাখার সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৮ অক্টোবর) বিকেলে একই ইউনিয়নের মরা চন্দনগাঁতী গ্রামের কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল। বিষয়টি দেখে মিজানুর বাধা দিলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মিজানুরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।